Health

3 weeks ago

Drinking Alcohol : প্রতি সপ্তাহে অ্যালকোহল পান করলেই কমে আয়ু, বিস্ফোরক তথ্য এল সমীক্ষায়!

Drinking Alcohol (Symbolic Picture)
Drinking Alcohol (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মদ্যপান স্বাস্থ্যের পক্ষের ক্ষতিকারক, এই কথাটি সকলে জানলেও মানেন না অনেকেই। প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ বার মদ্যপান করে থাকেন। আর এর ফলেই বাড়ছে শরীরে রোগ প্রতিরোধ কমার ক্ষমতা। বাড়ছে স্ট্রোক, উচ্চ রক্তচাপ জনিত রোগের আশঙ্কা।

সম্প্রতি এমনই এক রিপোর্ট উঠে এসেছে গবেষণায়। গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ বার 'অ্যালকোহলিক' পানীয় পান করলে একজন মানুষের জীবনের এক থেকে দুই বছরের আয়ু কমে যেতে পারে।

গবেষণায় আরও সতর্ক করে বলা হয়, সপ্তাহে ১৮ বারের বেশি কোনো ব্যক্তি মদ্যপান করলে তার আয়ু চার থেকে পাঁচ বছর কমে যেতে পারে। ২০১৬ সালে ইউকে গাইডলাইন অনুযায়ী এক সপ্তাহে ১৪ ইউনিটের বেশি মদ্যপান করা উচিত না । এছাড়া ছয়টি ছোট আকারের ক্যানের বিয়ার অথবা সাত গ্লাস ওয়াইনের সমান।  যারা হালকা মদ্যপান করেন তাদের মৃত্যুর ঝুঁকির মাত্রা বাড়ার কোন আশঙ্কা তারা দেখেন নি। তবে গাইডলাইন অনুযায়ী হৃদরোগের ঝুঁকি বাড়ার কথা বলা হয়েছে।এছাড়া প্রতি ১২,৫ ইউনিট অ্যালকোহল সেবনে যেসব রোগের ঝুঁকি রয়েছে।

You might also like!