দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বাজারে সকলেরই খুব চেনা একটি সবজি পটল। তবে জানেন কি পটল নানান রোগের হাত থেকে রক্ষা করতে কার্যকরী ভুমিকা পালন করে। পটলে রয়েছে ভিটামিন ও খনিজ। তাই এই সবজি আপনি রোজ পাতে রাখতে পারেন। আসুন জেনে নিন পটলের কিছু স্বাস্থ্য গুনাগুণ।
পটলে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন বি,সি এবং আয়রন। এই সব খনিজ শরীরের নানা সমস্যা যেমন অ্যানিমিয়া এবং শরীরে থাকা ব্যথাও কমাতে সাহায্য করে। এছাড়া ক্লান্তিও কেটে যায়।
পটলে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া অ্যান্টিইনফ্লেমেটরি গুণও রয়েছে এই খাবারে। তাই হার্টের নানা রোগ দূর করে দিতে পারে এই সবজি।
কোষ্ঠকাঠিন্য, আলসার, পেটে গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যায় পটল খেলে ব্যাপক উপকার মেলে। কারণ পটল অন্ত্রে থাকা খাবারকে ভেঙ ফেলতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে,ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতে চাইলে আপনি পটল খেতেই পারেন। পটলের গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে সুগার বাড়ায় না। অপরদিকে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে পটল।
তাই প্রতিদিন খাবারের পাতে রাখতে পারেন পটল।