Game

1 week ago

Zaheer Khan: লখনউ সুপারের মেন্টর হয়ে আইপিএলে ফিরছেন জাহির খান

Zaheer Khan (Symbolic Picture)
Zaheer Khan (Symbolic Picture)

 

লখনউ, ২৯ আগস্ট : এবার নতুন দায়িত্ব নিয়ে আইপিএলে ফিরছেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান। বাঁহাতি এই পেসারকে মেন্টর হিসেবে নিয়োগ করেছে লখনউ সুপারের মেন্টর হয়ে আইপিএলে ফিরছেন জাহির খান সুপার জায়ান্ট।

২০২৩ সালের আইপিএলের আসরের পর লখনউ সুপারের মেন্টর হয়ে আইপিএলে ফিরছেন জাহির খান। মেন্টর পদ থেকে সরে যান গৌতম গম্ভীর। ২০২৪ সালের আসরে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। গত বছর কলকাতাকে শিরোপা জিতিয়ে এখন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গম্ভীর। তাই ২০২৩ সাল থেকে লখনউতে মেন্টরের পদটি খালি ছিল। এবার সেই গম্ভীরের ছেড়ে যাওয়ার জায়গায় নিয়োগ পেলেন জাহির খান।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ এই পাঁচ বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কাজ করেছেন জাহির খান। প্রথমে ডিরেক্টর পদে তারপর গ্লোবাল ডেভলপমেন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জাহির খান।

You might also like!