দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকুস্তিগিরদের প্রতিবাদ বিক্ষোভের সমর্থনে ট্যুইট করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এবার মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল পাশে দাঁড়ালেন কুস্তিগিরদের। তিনি লিখছেন, ‘আমাদের দেশের কুস্তিগিররা লড়ছেন। লড়তেই জন্মেছেন তাঁরা। কিন্তু এবার আর রিংএর মধ্যে বা মেডেলের জন্য নয়, রাস্তায় তাঁরা লড়ছেন বিচারের জন্য। একজন অ্যাথলিট হিসেবে অ্যাথলিটদের জন্য এই প্রার্থনা করছি।’
প্রীতমের এই সিদ্ধান্ত প্রশংসিত সোশ্যাল মিডিয়ায়। ক্রীড়াবিদদের অনেকেই এই প্রসঙ্গে মৌন, তাঁদের নিয়েও যথেচ্ছ নিন্দা হচ্ছে। এরমাঝেই প্রীতমের এই ট্যুইটে খুশি নেটিজেনরা।যৌন নিগ্রহে অভিযুক্ত কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের অপসারণের দাবিতে আন্দোলন করছেন কুস্তিগিররা। মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গায় পদক বিসর্জন দেবেন বলে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তা না করে সরকারকে ৫ দিন সময় দিয়েছেন কুস্তিগিররা।