Game

2 weeks ago

World victory for Tema Austrelia : একবছরে তিনবার বিশ্বজয়!বিশ্বক্রিকেটের সিংহাসন রইলো অস্ট্রেলিয়ারই

victory For Austrelia (File Picture)
victory For Austrelia (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০২৩ সালেই ক্রিকেটের আলাদা ফরম্যাটে বিশ্বজয়ীর শিরোপা জিতলো টিম অস্ট্রেলিয়া। পুরুষ হোক বা মহিলা- আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই দাপিয়ে বেড়িয়েছে হলুদ জার্সিধারীরা। প্রতিবারই ভারতকে হারিয়ে মিলেছে বিশ্বজয়ের স্বাদ। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ২০বার বিশ্বসেরা হয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ও পুরুষ দল।

চলতি বছরে অজিদের জয়যাত্রা শুরু হয়েছিল মহিলাদের হাত ধরে। সদ্য অবসর নেওয়া মেগ ল্যানিংয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামে অজিদের মহিলা দল। গ্রুপ পর্ব থেকে ফাইনাল-টানা ৬টি ম্যাচ জেতেন তাঁরা। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হন ল্যানিংরা। একটা সময় প্রবল চাপে পড়লেও দুরন্ত কামব্যাক করে অজি বোলিং। মাত্র ৫ রানে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ল্যানিংয়ের হাতে।

মহিলাদের সাফল্যের পর ট্রফি জেতার তালিকায় ঢুকে পড়ল অজি পুরুষ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের মুখোমুখি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। তার আগেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের কাছে হেরে অজিরা প্রায় খোঁচা খাওয়া বাঘ। ট্রাভিস হেডের দাপটে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উড়িয়ে দিল অজিরা। টানা দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি আসেনি ভারতের হাতে।

এরপর ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচে হেরেছিল প্যাট কামিন্সের দল। অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপে বেশিদূর যেতে পারবে না অস্ট্রেলিয়া। কিন্তু মোক্ষম সময়ে ঘুরে দাঁড়িয়েছে ব্যাগি গ্রিন ব্রিগেড। টানা আট ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে। তার পর ঘরের মাঠে ভারতকে উড়িয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয়। অজি ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২০২৩।  


You might also like!