Game

1 month ago

World Cup Qualifiers:বিশ্বকাপ বাছাই পর্ব : মেসি-মার্টিনেজকে নিয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

Messi-Martinez team announced by Argentina
Messi-Martinez team announced by Argentina

 

বুয়েনস আইরেস, ৬ নভেম্বর : নভেম্বর মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ে এবং পেরুর সঙ্গে খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য মঙ্গলবার রাতে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চলতি মাসের ১৫ তারিখে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর ঘরের মাঠে পেরুর বিপক্ষে নামবে মেসি-মার্টিনেজরা।

আর্জেন্টিনার স্কোয়াড :

এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুয়ি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, নেহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এনজো ব্যারেনেচিয়া, তিয়াগো আলমাদা, নিকোলাস পাস, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন কারবোনি, ফ্যাকুন্ডো বুওনানোত্তে।

You might also like!