Game

3 weeks ago

World Cup qualifiers: বিশ্বকাপ বাছাইপর্ব : কলম্বিয়ার চার মিনিটের ঝড়ে উড়ে গেল ব্রাজিল

Colombia's Luis Diaz
Colombia's Luis Diaz

 

এস্তাদিও, ১৭ নভেম্বর : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ শুক্রবার (১৭ নভেম্বর) ঘরের মাঠ এস্তাদিও মেট্রোপলিটানো রবার্তো মেলান্দেজে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমে ব্রাজিল এগিয়ে গেলেও, শেষ দিকে লুইস দিয়াজের চার মিনিটের ব্যবধানে দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

জোড়া গোল করেছেন লুইস দিয়াজ। টানা দুই হারে পয়েন্ট টেবিলের পাঁচে ব্রাজিল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৭। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কলম্বিয়া।


You might also like!