Game

2 weeks ago

World Cup qualifiers:বিশ্বকাপ বাছাই: ব্রাজিল-উরুগুয়ের লড়াই অমীমাংসিত

Brazil-Uruguay battle inconclusive
Brazil-Uruguay battle inconclusive

 

সালভাদর, ২০ নভেম্বর : বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে লাটিন আমেরিকার দুই পরাশক্তি বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ অমীমাংসিত।সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে ভারতীয় সময় বুধবার সকালে ১-১ গোলে শেষ হয়েছে দুই পরাশক্তির লড়াই।স্বাগতিক ব্রাজিলকে চমকে দিয়ে ৫৫ মিনিটে গোল পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে গোল করেন মিডফিল্ডার ভালভের্দে। উরুগুয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোলের ৭ মিনিট পর ডি বক্সের মাথা থেকে দারুন এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরায় গারসন।ব্রাজিল টানা দুই ড্রয়ে নেমে গেছে পাঁচে। ১২ ম‍্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। আর পাঁচ জয়ের সঙ্গে পাঁচ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে।

You might also like!