Game

2 weeks ago

World Cup Qualifier Match : বিশ্বকাপ বাছাই পর্ব: অক্টোবরে আর্জেন্টিনার দুটি ম্যাচ

Argentina vs venezuela and bolivia(symbolic picture)
Argentina vs venezuela and bolivia(symbolic picture)

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামী মাসের অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ায় যাবে আর্জেন্টিনা। ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে ১৫ অক্টোবর। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখনও পর্যন্ত টেবিলের শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৮ ম্যাচে ৬টিতে জিতে তাদের পয়েন্ট ১৮, বাকি দুই ম্যাচে তারা হেরেছে। ভেনেজুয়েলা আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ৮ ম্যাচ খেলে তাদের জয় মাত্র দুটিতে, দুই ম্যাচে হার এবং বাকি চার ম্যাচে তারা ড্র করেছে। অন্যদিকে বলিভিয়া রয়েছে ৮ নম্বরে। ৮ ম্যাচ খেলে ৩ জয় ও ৫ হারে তাদের পয়েন্ট ৯।

এখনও পর্যন্ত আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ১৪ বারের সাক্ষাতে ১০ বারই জিতেছে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে ভেনেজুয়েলা। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২২ সালে। সেবার ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এ পর্যন্ত আর্জেন্টিনা ও বলিভিয়া মুখোমুখি হয়েছে মোট ১৬ বার। তার মধ্যে ১১ ম্যাচেই জিতেছে আলবিসেলেস্তেরা। ৩ ম্যাচ ড্র ও বাকি দুটিতে জিতেছে বলিভিয়া। দুই দলের সবশেষ দেখা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

You might also like!