Game

2 weeks ago

Women's T20 World Cup: মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ: ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

South Africa beat six-time champions Australia in final
South Africa beat six-time champions Australia in final

 

দুবাই, ১৮ অক্টোবর : বৃহস্পতিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল গত ছ'বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে আট উইকেটে দক্ষিণ আফ্রিকা হারালো অস্ট্রেলিয়াকে। ২০২৩ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই হারের প্রতিশোধ নিল দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে করে ১৩৪ রান। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার বেথ মুনি সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়াও অ্যালিস পেরি ৩১ রান করেন। আর তাহলিয়া ম্যাকগ্রা ২৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। এছাড়াও মারিজান ক্যাপ ও ননকুলুলেকো ম্লাবা একটি করে উইকেট নেন।ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য ১৩৫ রান করে ২ উইকেট হারিয়ে। দক্ষিণ আফ্রিকায় জয় পায় ৮ উইকেটে।দক্ষিণ আফ্রিকার হয়ে উল্লেখযোগ্য রান করেন লরা উলভার্ট (৪২)। আর অ্যানেকে বোশ অপরাজিত থাকেন ৭৪ রান করে।শুক্রবার শারজায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ফাইনাল হবে দুবাইয়ে।


You might also like!