Game

1 week ago

Women's SAF Schedule Released: উইমেন্স সাফের সূচি প্রকাশ: ভারতের গ্রুপে পাকিস্তান

Women's SAF Schedule Released
Women's SAF Schedule Released

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করল দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাফ। আগামী ১৭ অক্টোবর থেকে নেপালের কাঠমান্ডুতে হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। 'এ' গ্রুপে আছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। আর দুটি দল হল পাকিস্তান ও বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনের দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে আছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।


You might also like!