Game

3 weeks ago

Ballon d'Or:মহিলাদের ব্যালন ডি'অর জয়ী বনমতি বার্সার সঙ্গে নতুন চুক্তি করলেন

Ballon d'Or
Ballon d'Or

 

বার্সেলোনা : মহিলাদের ব্যালন ডি'অর বিজয়ী আইতানা বনমতি বার্সেলোনার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। এই স্প্যানিশ প্লেমেকার গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিলেন। তিনি প্রভাবশালী কাতালান জায়ান্টদের নেতৃত্ব দিয়েছিলেন।বার্সেলোনা এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। ২০২৩ সালে এই বিশ্বকাপ জয়ী স্পেনের সঙ্গে যুক্ত হন। ২০১১ সালে তিনি বার্সেলোনা যুব একাডেমি থেকে আসেন।বনমতি বার্সেলোনার হয়ে ২৭৫টি ম্যাচে ৯৬টি গোল করেছেন।

You might also like!