Game

2 weeks ago

West Indies wins T20 series: এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

West Indies wins T20 series
West Indies wins T20 series

 

চট্টগ্রাম, ৩০ অক্টোবর  : চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সামান্য পুঁজি নিয়েও জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ রানে জিতে ক্যারিবিয়ানরা সিরিজ জিতে নিল এক ম্যাচ বাকি রেখেই। সবশেষ আট সিরিজে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পেরেছিল ক্যারিবিয়ানরা। সেই ব্যর্থতার ধারা কাটিয়ে তারা সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ থেকে। টস জিতে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ৯ উইকেটে ১৪৯ রান। এক পর্যায়ে ক্যারিবিয়ানদের রান ছিল ১ উইকেটে ১০৬। সেখান থেকে পরের ৪৩ রানে তারা হারায় তারা ৮ উইকেট। বাংলাদেশ বোলারদের এমন উজ্জীবিত পারফম্যান্স বিফলে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ২০ ওভারে বাঙলাদেশ তুলেছে মাএ ১৩৫ রান। ম্যান অব দা ম্যাচ হয়েছেন শেই হোপ। তিনি ৩৬ বলে করেন ৫৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (আথানেজ ৫২, হোপ ৫৫, মুস্তাফিজ ২১-৩, নাসুম ৩৫-২ ও রিশাদ ২০-২ উইকেট)

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮ (তানজিদ ৬১, হোল্ডার ২০-২, শেফার্ড ২৯-৩, আকিল ২২-৩ উইকেট)।

You might also like!