কলকাতা, ২৪ জুন : চোকার্সরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কঠিন পরিস্থিতিতে পড়েছিল, কিন্তু সব বাধা কোনক্রমে পার করে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট পেল তারা।
ফেবারিট ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সামনে পরিবর্তিত টার্গেট হয় ১২৩ রান। করতে হবে ১৭ ওভারে। এই রান তারা টপকে গেল ৫ বল হাতে রেখে।
এই রান করতেই এক সময় প্রথম সারির ৫ উইকেট চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। শুধু টিকেছিল মারকুটে ব্যাটার ত্রিস্টান স্টাবস।তাকে নিয়েই জয়ের স্বপ্ন দেখছিল প্রোটিয়ারা। কিন্তু স্বপ্নে ব্যাঘাত ঘটে স্টাবস ২৯ রানে আউট হল। এরপরেই জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে।
এরপর মার্কো জানসেনের ব্যাটে জয়ের কাছে চলে যায় তারা। কিন্তু ১৫ বলে ১৩ রান দূরে থাকতে কেশভ মহারাজ আউট হয়ে যান । ওই ওভারেই অবশ্য ৮ রান নিয়ে জয়ের পথ সহজ করেন জানসেন-রাবাদা জুটি। শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জয় পেয়ে যায় প্রোটিয়ারা। ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন জানসেন। রাবাদ ৩ বলে করেন ৫ রান।উল্লেখ্য প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।