Game

2 weeks ago

Security threat at Wangkhede: ওয়াংখেড়েতে নাশকতার শঙ্কা; নিরাপত্তা বাড়ল অনেকটাই, পৌঁছল টিম ইন্ডিয়া

Wankhede sabotage threat; Security increased a lot, Team India arrived
Wankhede sabotage threat; Security increased a lot, Team India arrived

 

মুম্বই, ১৫ নভেম্বর: সেমিফাইনালের আগে নাশকতার শঙ্কা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এক্স হ্যান্ডলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হুমকি দিয়েছে বলে খবর। আর এই হুমকির প্রেক্ষিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এক্স হ্যান্ডলে হুমকি দিয়ে লিখেছে, ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে ওয়াংখেড়ে নাশকতামূলক কাজ করা হবে। তাই ওয়াংখেড়ে স্টেডিয়াম ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বই পুলিশকে উল্লেখ করে যে বার্তা অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি দিয়েছে, সেই পোস্টে বন্দুক, হ্যান্ড গ্রেনেড, বুলেটের ছবি দেওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।

মুম্বইয়ের (আইন-শৃঙ্খলা) জয়েন্ট পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী বলেছেন, "নিরাপত্তার সবরকম ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রায় ৭০০ জন পুলিশ কর্মী মোতায়েন করেছি। আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে যথাযথ অনুশীলনও করেছি। আমরা সন্ত্রাসবিরোধী পদক্ষেপের পরিকল্পনা করেছি এবং আমরা পুরো দক্ষিণ মুম্বই এলাকায় যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যানবাহনের যথাযথ চেকিংও করা হচ্ছে।" এদিকে, ইতিমধ্যেই ওয়াংখেড়ে পৌঁছেছে টিম ইন্ডিয়া।


You might also like!