বেঙ্গালুরু , ২১ সেপ্টেম্বর : ভিভো প্রো কাবাডি লিগের সংগঠক নবম মরশুমের প্রথমার্ধের সময়সূচী ঘোষণা করেছে। আগামী ৭ অক্টোবর থেকে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে এবং পরবর্তী পর্বের জন্য ২৮ অক্টোবর পুনের বালেওয়াড়িতে শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে (ব্যাডমিন্টন কোর্ট) চলে যাবে।
এই মরশুমে লিগের প্রথম তিন দিনে ট্রিপল হেডারে দুর্দান্ত ওপেনিং হবে। ৬৬টি ম্যাচের জন্য সময়সূচীতে প্রতিটি ম্যাচ বিশেষ এবং প্রথম ২ দিনের মধ্যে ১২ টি দলের একটি ম্যাচ খেলতে দেখতে পাবেন।
আগামী ৭ অক্টোবর নবম মরশুম শুরু হচ্ছে সিজন ৮ এর চ্যাম্পিয়ন দাবাং দিল্লি কে.সি. আর সেই সঙ্গে মুম্বাইয়ের মধ্যের ম্যাচটি হবে। এরপর, দ্বিতীয় ম্যাচে লিগের সাউদার্ন ডার্বির পালা। বেঙ্গালুরু বুলস তেলেগু টাইটানসের মুখোমুখি হবে।