Game

6 months ago

Virat Kohli IPL 2024: পঞ্জাব ম্যাচে দুরন্ত পারফরম্যান্স, কী বললেন বিরাট কোহলি!

Virat Kohli IPL 2024
Virat Kohli IPL 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআইপিএলে এবার শুরু থেকেই রান পেয়েছেন। কমলা টুপিরও দখল নিয়েছেন বারবার। তবু বারবার বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। বৃহস্পতিবার রাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর ব্যাটে এল ৪৭ বলে ৯২ রানের ইনিংস। স্ট্রাইক রেট ছিল ১৯৬,৭৪। ছটি ছয় ও সাতটি বাউন্ডারি এল তাঁর ব্যাটে। ম্যাচের ইনিংসের ফাঁকে স্ট্রাইক রেট নিয়ে নিজেই মুখ খুললেন বিরাট।

বিরাট এদিন হাসতে হাসতে বলেন,"স্ট্রাইক রেটটা ঠিক করা গুরুত্বপূর্ণ ছিল। আমি শুধু পরিস্থিতিতে ফোকাস করে গিয়েছি। রজত পাতিদার আউট হওয়ার পর পরিস্থিতিটা অন্যরকম ছিল। এরপরই বৃষ্টি হয়। ৮-১০ বল সময় লাগে। কয়েকটা বাউন্ডারি আসার পরই মনে হয়েছিল পারব। পিচ ড্রাই ছিল। ঘাসের কভারও ছিল। পেস কম ছিল বোলারদের। ডুপ্লেসি ও আমার মনে হয়েছিল ২৩০ রান, এই মাঠের জন্য অনেক।"

এর আগে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর ক্রিকেট T20 ফরম্যাটের জন্য নয়। প্রশ্ন তোলেন সুনীল গাভাসকর-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার। শুক্রবার বিরাট বলেন, "আমার কাছে দলকে জেতানোই সব কিছু। গত ১৫ বছর এটাই করেছি। এই পরিস্থিতিতে না পড়লে সব কিছু বোঝা যায় না।"


You might also like!