Game

1 week ago

Virat Kohali: দ্রুততম খেলোয়াড় হিসেবে ২৭ হাজার আন্তর্জাতিক রান ছুঁলেন বিরাট কোহলি

Virat Kohali
Virat Kohali

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে দ্রুততম খেলোয়াড় হিসেবে ২৭ হাজার আন্তর্জাতিক রান ছুঁলেন বিরাট কোহলি। কোহলি ৬২৩ ইনিংসে শচীন তেন্ডুলকরের ২৭ হাজার রানের রেকর্ড পেরিয়ে গেলেন। ২৭ হাজার রানের সীমা অতিক্রম করা অন্যান্য খেলোয়াড়দের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

দ্রুততম ২৭ হাজার আন্তর্জাতিক রান :

**৫৯৪ ইনিংস – বিরাট কোহলি

**৬২৩ ইনিংস -শচীন তেন্ডুলকর

**৬৪৮ ইনিংস – কুমার সাঙ্গাকারা

**৬৫০ ইনিংস – রিকি পন্টিং

You might also like!