Game

1 month ago

Vinicius Jr: বন্যাদুর্গত ভ্যালেন্সিয়াবাসীর পাশে ভিনিসিউস

Vinicius Jr
Vinicius Jr

 

মাদ্রিদ, ৭ নভেম্বর : স্পেনে প্রলয়ঙ্করী বন্যার কথা ভুলে যাননি ভিনিসিউস জুনিয়র-বেলিংহ্যামরা। ভিনিসিউসরা পাশে দাঁড়িয়েছেন বন্যাদুর্গত ভ্যালেন্সিয়াবাসীর পাশে। তবে এই উদ্যোগের পেছনে আছেন রিয়ালের স্প্যানিশ তারকা ভিনিসিউস জুনিয়র। তার উদ্যোগে সাড়া দিয়ে রিয়ালের বাকি খেলোয়াড়রাও নিজ নিজ অ্যাকাউন্ট থেকে অর্থ সাহায্য করছেন।

তবে তারা ঠিক কী পরিমাণ অর্থ সাহায্য দিয়েছেন তা জানা যায়নি। উল্লেখ্য, গত শুক্রবার (১ নভেম্বর) স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছিল, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছেl

You might also like!