Game 5 months ago

ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা ও ভারতের একদিনের ম্যাচ

India South Africa Match

 

লখনউ, ৬ অক্টোবর : বৃহস্পতিবার লখনউয়ের একনা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে একদিনের ম্যাচে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিন দুপুর দেড়টায় ম্যাচ এক ঘণ্টা স্থগিত করা হলেও ফের শুরু হয় বৃষ্টি। এখন দর্শকদের মধ্যেও বিভ্রান্তির অবস্থা।

বুধবারের বৃষ্টির কারণে স্টেডিয়াম থেকে এক থেকে দুই কিলোমিটার দূরে নতুন পার্কিং লট তৈরি করা হয়েছে। ক্রিকেট ম্যাচ দেখতে আসা সকল দর্শকদের নতুন পার্কিং স্থানে গাড়ি পার্ক করে একানা স্টেডিয়াম পর্যন্ত হেঁটে যেতে হয়। বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে।কোন অবস্থাতেই স্টেডিয়ামের আশেপাশে পার্কিং করতে দেওয়া হচ্ছে না।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সকালে মাঠ শুকিয়ে এক ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ফের বৃষ্টির কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচটি বাতিল হতে পারে বা কম ওভারের ম্যাচ খেলা হতে পারে, এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বৃষ্টি না থামলে ম্যাচ বাতিল করতে হতে পারে।


You might also like!