Game 5 months ago

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ: আজ রাঁচিতে যাবেন বিসিসিআই কিউরেটর

Team Indioia

 


রাঁচি, ৩ অক্টোবর  : আগামী ৯ অক্টোবর রাজধানী রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচ একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কিউরেটর আশীষ ভৌমিক আজ সোমবার রাঁচিতে আসছেন।

তিনি এখানে জেএসসিএ স্টেডিয়ামের কেন্দ্রীয় এলাকায় নির্মিত তিনটি পিচ পরীক্ষা করবেন। জেএসসিএ-এর কিউরেটর ড. এস.বি. সিং এই কাজে তাঁকেসাহায্য করবেন। এই তিনটি পিচ রোলিং করে প্রস্তুত করা হয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর পিচের অবস্থা দেখতে স্থানীয় খেলোয়াড়দের একটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই পিচ বোলার এবং ব্যাটসম্যান উভয়ের জন্যই সহায়ক। তবে কিউরেটরের পরীক্ষার পরই পিচের বিস্তারিত জানা যাবে। এখন দেখার বিষয় কিউরেটররা ম্যাচের জন্য কোন পিচ বেছে নেন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে। প্রথম ওডিআই ৬ অক্টোবর লখনউতে, দ্বিতীয়টি ৯ অক্টোবর রাঁচিতে এবং তৃতীয় ও শেষ ওয়ানডেটি ১১ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে।

একদিনের সিরিজের জন্য ভারতীয় দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, রজত পতিদার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আভেশ খান, মহম্মদ সিরাজ, দীপক চাহার।


You might also like!