Game

2 weeks ago

Uttar Pradesh Cricket Association : কানপুরে সাকিবকে স্মরণীয় বিদায় দিতে চায় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

Shakib Al Hasan (symbolic picture)
Shakib Al Hasan (symbolic picture)

 

কানপুর, ২৭ সেপ্টেম্বর : সাকিব আল হাসান। শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট বিশ্বের আইকন। বৃহস্পতিবার তিনি ১৭ বছরের দীর্ঘ টেস্ট কেরিয়ারের ইতি টানার ঘোষণা করেছেন। সেই সাকিব আল হাসান ভারতের মাটিতে নিজের শেষ টেস্ট ঘোষণা করায় তাঁকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই খবর নিশ্চিত করেছেন রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। তিনি বলেছেন সাকিব শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাঁকে বিদায় দিতে, ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি।

'সাকিব ক্রিকেটের একটা ব্র্যান্ড। সাকিব মানেই তো আলাদা কিছু। তার জনপ্রিয়তা আছে বিশ্ব ক্রিকেট জুড়ে। আইপিএল খেলার মাধ্যমে তার জনপ্রিয়তা আছে ভারতেও। তাইতো সাকিবের স্মরণীয় বিদায় দিতে পারাটা হবে উত্তর প্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের', বলছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব।

You might also like!