Game

3 weeks ago

Roma: রোমার কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন ইউরিচ

Roma
Roma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোমার কোচের দায়িত্বে দুই মাসও থাকতে পারলেন না ইউরিচ  গত ১৮ সেপ্টেম্বর তাঁকে নিয়োগ করা হয়েছিল। দুমাস যেতে না যেতেই রবিবার কোচ ইউরিচকে বরখাস্ত করে দিল ইতালিয়ান ক্লাব রোমা।

চলতি মরসুমে দ্বিতীয়বার কোচ ছাঁটাই করল রোমা। সেরি আ-তে রবিবার বোলোনিয়ার কাছে রোমার হারের পরই কোচ ইউরিচকে বিদায় করে দিল রোমা। ক্রোয়েশিয়ার প্রাক্তন এই মিডফিল্ডার ছিলেন আট মাসের মধ্যে রোমার তৃতীয় কোচ।


You might also like!