Game

1 week ago

Women's T20 World Cup prize money:আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা

Women's T20 World Cup prize money
Women's T20 World Cup prize money

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  সংযুক্ত আরব আমিরশাহিতে আসন্ন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি প্রায় ৬৬.৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে । বিজয়ী দল ১৯.৬ কোটি টাকা পাবে, ২০২৩ সালে অস্ট্রেলিয়া জিতেছিল ৮.৪ কোটি টাকা। ২০২৪ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩ অক্টোবর শারজাতে শুরু হবে।

পুরস্কারের অর্থ :

**বিজয়ী : ১৯.৬ কোটি টাকা

**রানার্স আপ : ৯.৮ কোটি টাকা

**সেমিফাইনালিস্ট : ৫.৭ কোটি টাকা

**৫ থেকে ৮ স্থানে থাকা দলগুলি : প্রতিটি দল ২.২৫ কোটি টাকা

**৯ এবং ১০তম স্থান অর্জনকারী দলগুলি : প্রতিটি ১.১৩ কোটি টাকা

**প্রতিটি গ্রুপ-পর্যায়ে জয় : ২৬ লাখ টাকা

You might also like!