Game

4 weeks ago

Under-20 World Cup : আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

Under-20 World Cup (symbolic picture)
Under-20 World Cup (symbolic picture)

 

সান্তিয়াগো, ২০ অক্টোবর : অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল মরক্কো। শিরোপা নির্ধারণী ম্যাচে ২-০ গোলে হারালো আর্জেন্টিনাকে। চিলির সান্তিয়াগোয় আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জাবিরির জোড়া গোলে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তো বটেই, যেকোনও বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। তারা হলো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ। মহাদেশটির প্রথম দল ঘানা ২০০৯ সালে এই শিরোপা জিতেছিল।

ফাইনালের ২টি গোল সহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। তবে জাবিরির গোন্ডেন বুট জেতা হয়নি। জাবিরির মতো ৫টি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি। মেসির ইন্টার মায়ামি সতীর্থ ক্রেমাসকি ২টি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পুরস্কার নিয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।

You might also like!