Game

3 weeks ago

UEFA Nations League: উয়েফা নেশন্স লিগ : বেলজিয়ামকে বিদায় করে শেষ আটে ইতালি

Italy eliminated Belgium in the last eight
Italy eliminated Belgium in the last eight

 

ব্রাসেলস, ১৫ নভেম্বর  : ব্রাসেলসে বৃহস্পতিবার রাতে ১-০ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল ইতালি। একাদশ মিনিটেই এগিয়ে যায় ইতালি। বক্সের বাইরে থেকে জিওভান্নি দি লরেন্সোর পাস থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান টোনালি।

চার ম্যাচ পর জাতীয় দলে ফিরে জ্বলে উঠতে পারলেন না রোমেলু লুকাকু। সেই সঙ্গে এই মরা বাঁচা লড়াইয়েও জিততে পারল না বেলজিয়ামও। তাদের মাঠে জিতে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল ইতালি।

৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। বেলজিয়াম ৪ পয়েন্ট নিয়ে আছে তিনে। তাদের সঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ইসরায়েল ১ পয়েন্ট নিয়ে।

You might also like!