Game

2 weeks ago

UEFA Nations League:উয়েফা নেশন্স লিগ : শেষ মিনিটের গোলে জার্মানিকে রুখে দিল হাঙ্গেরি

Hungary stopped Germany with a last-minute goal
Hungary stopped Germany with a last-minute goal

 

বুদাপেস্ট, ২০ নভেম্বর : শেষ মিনিটে পেনাল্টি গোলে জার্মানির বিরুদ্ধে হার এড়ালো হাঙ্গেরি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফেলিক্স মেচার গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন দমিনিক সোবোসলাই।৭৬ মিনিটে গোল পায় জার্মানি l কর্নার থেকে উড়ে আসা বলে নিকো শ্লটারবেকের হেড গোলরক্ষকের পায়ে প্রতিহত হয়ে ফিরতি বল পেয়ে জালে জড়ান ফেলিক্স মেচা।খেলা শেষ হয় হয় সেই মুহূর্তে জার্মানির বক্সে ডিফেন্ডার রবিনের হাতে বল লাগলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে লিভারপুল মিডফিল্ডার সোবোসলাই গোল করেন l

উল্লেখ্য 'এ' লিগের ৩ নম্বর গ্রুপে এই হাঙ্গেরিকেই ৫ গোলে উড়িয়ে টুর্নামেন্টের শুরুটা করেছিল জার্মানি।ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল জার্মানি। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে ডাচরা। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হাঙ্গেরি খেলবে রেলিগেশন প্লে-অফ।


You might also like!