Game

2 weeks ago

UEFA Nations League:উয়েফা নেশন্স লিগ : নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটে জার্মানি

Germany beat the Netherlands in the last eight
Germany beat the Netherlands in the last eight

 

আলিয়াঞ্জ, ১৫ অক্টোবর : উয়েফা নেশন্স লিগে সোমবার (১৪ অক্টোবর) রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও নেদারল্যান্ডস। আলিয়াঞ্জ এরিনায় সেই ম্যাচে নেদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের গেছে জার্মানি। ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য ছিল জার্মানির। কিন্তু প্রথমার্ধে গোল পাইনি জার্মানি। গোল এসেছে ম্যাচের ৬৪তম মিনিটে। জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নেমে উইঙ্গার জেমি লেভেলিং গোলটি করেন। চার ম্যাচে তিন জয় এক ড্র করে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে তারা। আর ৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে নেদারল্যান্ডস। এই গ্রুপে এ দিনের আরেক ম্যাচে বসনিয়াকে ২গোলে হারিয়েছে হাঙ্গেরি।

You might also like!