Game

4 weeks ago

UEFA Nations League: উয়েফা নেশন্স লিগ: জাতীয় দলে ফিরলেন বেলজিয়ামের রেকর্ড স্কোরার রোমেলু লুকাকু

Romelu Lukaku
Romelu Lukaku

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উয়েফা নেশন্স লিগের বেলজিয়ামের দল ঘোষণা করলো বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। সবচেয়ে বড় চমক চার ম্যাচ পর বেলজিয়াম দলে ফিরলেন তারকা ফুটবলার লুকাকু lনাপোলির ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ডমিনিকো তেদেস্কো।

নেশন্স লিগে প্রথম চার ম্যাচে লুকাকুকে পায়নি বেলজিয়াম। সেপ্টেম্বরে লুকাকু ছিলেন না ক্লাব ফুটবলে দলবদলের জন্য। তাই ফিট না থাকার জন্য নেশনস কাপে তাকে দলে রাখেননি তেদেস্কো।

আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইতালি ও ১৭ নভেম্বর বুদাপেস্টে ইসরাইয়েলের বিপক্ষে ম্যাচে ফেরার জন্য অধীর হয়ে অপেক্ষায় আছেন রোমেলু লুকাকু।

You might also like!