Game

2 weeks ago

UEFA Nations League: উয়েফা নেশন্স লিগ : পর্তুগালের সঙ্গে ড্র করে শেষ আটে ক্রোয়েশিয়া

Croatia in the last eight by drawing with Portugal
Croatia in the last eight by drawing with Portugal

 

জাগরেব, ১৯ নভেম্বর  : পর্তুগালের সঙ্গে ড্র করে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল জ্লাতকো দালিচের দল। ঘরের মাঠে সোমবার রাতে গ্রুপ পর্বে শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। জোয়াও ফেলিক্সের গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া। এরপর সমতা টানেন ইয়োশকো ভার্দিওল l

৬ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল।

You might also like!