Game

10 months ago

Babar Azam : অধিনায়কত্ব ছাড়ার পরেই বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি দুই সতীর্থের

Babar Azam (File Picture )
Babar Azam (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্থানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে দল থেকে ছেঁটে পগেলার দাবি তুললেন ইমাদ ওয়াসিম এবং মহম্মদ আমির জানিয়েছেন, টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য নন বাবর। তাঁকে এখনই বাদ দিতে হবে।

বুধবার আনুষ্ঠানিক ভাবে তিনটি ফরম্যাটেই নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ান। তার ৫৩ মিনিটের মধ্যে পাকিস্তান বোর্ড দু’টি ফরম্যাটে নতুন অধিনায়কের নাম জানিয়ে দেয়। টেস্ট দলের অধিনায়ক হন শান মাসুদ। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। তবে এক দিনের দলের নেতার নাম এখনও জানানো হয়নি।

বাবর নেতৃত্ব ছাড়ার পর অনেকেই তাঁর প্রশংসা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত দু’জন বেঁকে বসেছেন। ইমাদ বলেছেন, “জানি নির্বাচকদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে থাকার যোগ্য নয় বাবর।” আমিরেরও একই সুর। তিনি বলেন, “টি-টোয়েন্টি দল থেকে বাবরকে অবিলম্বে বাদ দিতে হবে।” অবাক করা ব্যাপার হল, পাকিস্তান সুপার লিগে এই দুই ক্রিকেটারই বাবরের দল করাচি কিংসের হয়ে খেলেন। অতীতে এই দুই সতীর্থের সঙ্গে একাধিক বার ঝামেলাও হয়েছে বাবরের। ইমাদ এবং আমির, দু’জনেই ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন।

পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে অনেক ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে নির্বাচকেরা এমন সিদ্ধান্ত নেবেন কি না, সেটাই দেখার। বাবরের প্রশংসা করে নাসিম শাহ বলেছেন, “চার বছর আনন্দে কাটালাম। তোমার অধীনে খেলা বেশ সম্মানের ব্যাপার। সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তোমার নেতৃত্বেই। বরাবর সামনে থেকে নেতৃত্ব দিয়েছ তুমি।”

পাক দলে বাবরের সহকারী মহম্মদ রিজ়ওয়ান লিখেছেন, “পাকিস্তানের ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক তুমি। পাকিস্তানের অধিনায়ক হিসাবে তোমার সততা, ভালবাসা, সাহস, ভাবনা এবং প্রচেষ্টা সবার কাছে অনুকরণ করার মতো। আশা করি পাকিস্তানের নাম এ ভাবেই উজ্জ্বল করবে।”

You might also like!