Game 7 months ago

Two Indian boxer won two gold : কমনওয়েলথ গেমস: বক্সিংয়ে সোনা জয় নীতু ঘাঙ্গাস এবং অমিত পাঙ্গল-র

Two Indian boxer won two gold medel

 

বার্মিংহাম, ৭ আগস্ট  : রবিবার কমনওয়েলথ গেমস ২০২২-এ বক্সিংয়ে ভারতের ঝুলিতে এল দুটি স্বর্ণপদক। ভারতীয় বক্সার নীতু ঘাঙ্গাস এবং অমিত পাঙ্গল-র হাতে ধরে এল এই দুই স্বর্ণপদক। নীতু মহিলাদের সর্বনিম্ন ওজন বিভাগে (৪৫-৪৮ কেজি) স্বর্ণপদক জিতেছে। এদিন ম্যাচে ইংল্যান্ডের ডেমি জেডকে ৫-০ -এ হারিয়ে সোনা জিতে নিতু। এর আগে সেমিফাইনাল ম্যাচে কানাডার প্রিয়াঙ্কা ধিলোনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

একই সময়ে, পুরুষদের ৪৮-৫১ কেজি ওজন বিভাগে অমিত পাঙ্গল ভারতকে ১৫ তম স্বর্ণপদক জিতেছেন। অমিত ইংল্যান্ডের কাইরান ম্যাকডোনাল্ডকে ৫-০-তে পরাজিত করে রবিবার বক্সিংয়ে স্বর্ণপদক জিতেছেন।

এর আগে, হরিয়ানার রোহতকের বক্সার অমিত সেমিফাইনাল ম্যাচে জাম্বিয়ার প্যাট্রিক চিনায়াম্বাকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। ভারত এখন পর্যন্ত মোট ৪৩টি পদক জিতেছে। এর মধ্যে ১৫টি সোনা, ১১টি রুপো এবং ১৭টি ব্রোঞ্জ পদক রয়েছে।

You might also like!