Game

3 weeks ago

Donald Trump: আর্মেনিয়ার সঙ্গে শান্তিচুক্তি দেখতে চান ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আজারবাইজান ও আর্মেনিয়া দীর্ঘদিনের সংঘাত থামিয়ে শান্তিচুক্তি সই করুক, তা দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্টেট ব্যুরো অব এনার্জি রিসোর্সেসের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এরিক জ্যাকবস গতকাল শুক্রবার এ কথা বলেছেন।

বাকুতে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে জ্যাকবস এ কথা বলেন। তিনি বলেন, শান্তিচুক্তি হলে দক্ষিণ ককেশাস অঞ্চলে নিরাপত্তা সমৃদ্ধির নতুন যুগের সূচনা হবে। গত মাসে আজারবাইজান ও আর্মেনিয়ার পক্ষ থেকে চার দশকের সংঘাত বন্ধ করে শান্তিচুক্তিতে সম্মত হওয়ার কথা জানানো হয়।দেশ দুটি নাগারনো ও কারাবাখ অঞ্চল নিয়ে চার দশকের বেশি সময় ধরে সংঘাত চালিয়ে যাচ্ছে। নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভেতরে অবস্থিত একটি ভূখণ্ড, তবে এখানকার বাসিন্দাদের অধিকাংশই জাতিগতভাবে আর্মেনীয়। আজারবাইজানের অভিযোগ, নাগোরনো-কারাবাখসহ আশপাশের বিশাল আজারবাইজানি ভূখণ্ড দখল করে রেখেছিল আর্মেনিয়া।

এই অঞ্চল নিয়ে ১৯৯১ ও ২০২০ সালে রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দুই দেশ। ধারাবাহিক যুদ্ধের মধ্য দিয়ে আর্মেনিয়ানদের সহায়তায় অঞ্চলটি আজারবাইজানের কাছ থেকে কার্যত স্বাধীনতা অর্জন করে। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান এটি পুনরুদ্ধার করে। সেখান থেকে এক লাখের বেশি জাতিগত আর্মেনিয়ান পালিয়ে যেতে বাধ্য হয়। তার পর থেকে দুই দেশই শান্তিচুক্তির কথা বলে আসছে। গত মাসে আকস্মিক দুই দেশ শান্তিচুক্তিতে সম্মত হওয়ার কথা জানায়।

You might also like!