Game

5 days ago

World Cup Qualifier match : বিশ্বকাপ বাছাই পর্ব : আগামীকাল চিলি ম্যাচ, দর্শকদের সতর্ক করল ফুটবল অ্যাসোসিয়েশন

Argentina and chilley (symbolic picture)
Argentina and chilley (symbolic picture)

 

বুয়েনস এইরেস, ৫ সেপ্টেম্বর : বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল (শুক্রবার) অর্থাৎ ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে। প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থাকা চিলি। সেই ম্যাচের আগে দর্শকরা যাতে মাঠে আপত্তিকর শব্দ ব্যবহার না করে তার জন্য জানিয়ে রাখল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কারণ এএফএ মতে, এই ধরনের খারাপ কাণ্ড দর্শকরা করলে ফিফার নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতে পারে আর্জেন্টিনাকে। তাই ওই ম্যাচকে ঘিরেই বাড়তি সতর্কতা দেশটির ফুটবল অভিভাবক সংস্থার। চিলির ম্যাচে যদি কোনও বাজে স্লোগান আর্জেন্টাইন দর্শকদের কাছ থেকে শোনা যায়, তাহলে বুয়েনস এইরেসে আগামী ১৫ অক্টোবর বলিভিয়ার সঙ্গে যে ম্যাচ হবে তাতে শাস্তি দেওয়া হতে পারে আর্জেন্টিনাকে। আসলে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনাল জয়ের পর এনসো ফের্নান্দেসের একটি ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল সারা ফুটবল বিশ্ব। যেখানে শোনা গিয়েছিল, ফ্রান্সের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের বর্ণবাদী মন্তব্য করছেন তরুণ মিডফিল্ডার।এই ব্যাপারটা মনে রেখে তাই আগেভাগে সতর্ক বিশ্ব চ্যাম্পিয়নরা।

You might also like!