কলকাতা, ১৬ নভেম্বর : বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হয়ে গেছে গতকাল। প্রথম সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে গেছে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে? আজই তার পরীক্ষা ইডেনে। আজকের পরীক্ষায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠলে এটা হবে তাদের প্রথমবার ফাইনালে ওঠা। আর অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে এটা হবে তাদের ষষ্ঠ বার ফাইনালে ওঠা। কে হাসবে শেষ হাসি তা দেখার আশায় গোটা বিশ্ব। আজ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দ্বৈরথে চোখ ক্রিকেটপ্রেমীদের। দুটো দলই ধারে ও ভারে শক্তিশালী। তবে এ বার ‘চোকার্স’ তকমা ঘোচানোর লক্ষ্যে অজিদের মুখোমুখি হবে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।
আজ ইডেন গার্ডেন্স-এ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই দুই হেভিওয়েট দলের মুখোমুখির আগে দেখে নেওয়া যাক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে কে?
দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে সাতটি ম্যাচে জয় পেয়েছে। নেদারল্যান্ডস ও ভারতের কাছে হেরেছে প্রোটিয়ারা। অপরদিকে অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হেরে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল প্রোটিয়ারা। পাশাপাশি ওয়ানডে পরিসংখ্যানেও এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা এই পর্যন্ত ১০৯ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫৫ বার জয় পয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া ৫০টি ম্যাচে জয় পেয়েছে। তিনটি ম্যাচ টাই হয়েছে। আর একটি ম্যাচে কোনো ফল আসেনি।
বিশ্বকাপে এই দুই দলের দেখা হয়েছে ৭ বার। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় টাই হয়েও ফাইনালের টিকিট কেটেছিল অস্ট্রেলিয়া।