দুবাই, ৪ সেপ্টেম্বর : আজ এশিয়া কাপে ফের ভারত ও পাকিস্তান মুখোমুখি। শুক্রবার হংকংকে হারিয়ে পাকিস্তান উঠতেই সুপার ফোরে, ক্রীড়া সূচি মেনে রবিবারই আবার হাই ভোল্টেজ ম্যাচ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এখন ভারতের জয় শাহ। স্বাভাবিকভাবে ভারত – পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় এক মহারণ।
গ্রুপ লিগের শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তান হংকং কে ১৫৫ রানে হারিয়েছে। শারজাতে প্রথমে ব্যাট করে ১৯৩ রান করে পাকিস্তান। পরে হংকংকে তারা মাত্র ৩৮ রানে অলআউট করে দেয়। ১৫৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতেন বাবররা। আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সব থেকে বড় ব্যবধানে জয়ের নজির রয়েছে শ্রীলঙ্কার। ২০০৭ সালের বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা। তার পরেই জায়গা করে নিল পাকিস্তান।