বেনোনি, ৬ ফেব্রুয়ারি : আজ দক্ষিণ আফ্রিকার বেনোনিতে হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল। ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে ভারতীয় ব্যাটারদের হুঁশিয়ারি দিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ সেনসেশন কোয়েনা মাফাকা। টুর্নামেন্টের পারফর্মার কোয়েনা মাফাকা স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটারদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চান। মাফাকের বর্তমান ফর্ম বলে দিচ্ছে যে তাঁর অবিশ্বাস্য প্রতিভা রয়েছে। তিনি বর্তমানে ৯.৫৫ এর গড়ে ১৮টি উইকেট শিকার করেছেন এবং উইকেট শিকারিদের টেবিলের শীর্ষে রয়েছেন।