Game

1 year ago

Today Asia cup high voltage match : এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

Today Asia cup high voltage match
Today Asia cup high voltage match

 

কলম্বো, ২৮ আগস্ট : রবিবার এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে মুখোমুখি হবেন বিরাট কোহলী এবং বাবর আজম। এশিয়া কাপের আগে দু’দেশের ক্রিকেট সমর্থকরা যখন এই বিতর্কে চায়ের কাপে তুফান তুলছেন, তখন দুই তারকার গলাতেই শোনা গেল একে অপরের প্রতি সমীহের সুর। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার তাঁরা। একে অপরের সম্পর্কেও তেমনই ধারণা বিরাট এবং বাবরের। একই দিনে দুই ব্যাটার একে অপরকে সেরা বললেন।

পাকিস্তানের অধিনায়ক বাবর সম্পর্কে বিরাট বলেন, “আমরা একসঙ্গে বসে খেলা নিয়ে আড্ডা দিয়েছি। আমার সম্পর্কে ওর মনে প্রচণ্ড সম্মান দেখতে পেয়েছি। এই মুহূর্তে সব ধরনের ক্রিকেটে সম্ভবত ও সেরা ব্যাটার। তার পরেও ওর আচরণ পাল্টায়নি। সেই কারণেই মনে হয় ধারাবাহিক ভাবে ভাল খেলে চলেছে।”

আবার বাবর বলেন, “বিরাটের মতো এত বড় মাপের ক্রিকেটারের বিরুদ্ধে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলছি সেটা খুব গুরুত্বপূর্ণ। জীবনে কোনও কিছু সহজে পাওয়া যায় না। চ্যালেঞ্জ সব জায়গায় আছে। সেই চ্যালেঞ্জ কী ভাবে পার করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বিরাট এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।”

এশিয়া কাপের ম্যাচে নামার আগে দুই ব্যাটারের একে অপরের প্রতি সম্মান দেখল বিশ্ব। রবিবার মাঠে সেই লড়াই দেখার অপেক্ষায় দুই দেশের সমর্থকরা।


You might also like!