Game 5 months ago

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির কোহলির

Virat kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  টি-টোয়েন্টি ম্যাচে অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ হাজার রান হয়ে গেল তাঁর। রবিবার ১৯ রান করার পরেই এই কীর্তি গড়ে ফেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১১ হাজার রান হল কোহলির। বাকি ক্রিকেটারদের তুলনায় সবচেয়ে কম সময়ে তিনি ১১ হাজার রানে পৌঁছলেন। মাত্র ৩৫৪টি ইনিংস লেগেছে তাঁর। ওয়েন পার্নেলকে লং-অফের উপর দিয়ে ছয় মেরে এই কীর্তি স্থাপন করেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির পরে ভারতীয় হিসাবে রয়েছেন রোহিত শর্মা (১০৫৮৭)।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলের (১৪৫৬২)। তার পরে রয়েছেন আর এক ক্যারিবিয়ান কায়রন পোলার্ড (১১৯১৫)। পাকিস্তানের শোয়েব মালিকের (১১৯০২) পরে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি (১১০৩০)।


You might also like!