দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবীন্দ্র জাডেজার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা। কয়েক দিনের ব্যবধানে দলের সেরা দুই ক্রিকেটারের টিকে না থাকা নিঃসন্দেহে ভারতের কাছে বেশ সমস্যার হতে চলেছে। বুমরার বদলে ভারতের হাতে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের মতো বোলার রয়েছে। জাডেজার পরিবর্তে অক্ষর পটেল দলে এসেছেন।
বুমরার পিঠের চোট এতটাই গুরুতর যে প্রায় ছ’মাস ছিটকে যেতে পারেন ভারতের এই জোরে বোলার। বিশ্বকাপ ছাড়াও বছরের শেষে এবং সামনের বছরের শুরুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে ভারতের। সেখানে বুমরাকে না পাওয়া ভারতীয় দলের কাছে বিরাট ধাক্কা হতে চলেছে।
ই মুহূর্তে বোর্ড তাদের চিকিৎসক দলের সঙ্গে বুমরার চোট নিয়ে আলোচনা করবে। পরামর্শ নেওয়া হবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকেও। যদি বুমরার অস্ত্রোপচার হয় সেটি কোথায় হবে, তা-ও ঠিক করা হবে।