Game

1 month ago

Afghan cricketers killed: পাকিস্তানি হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত,আফগানিস্তান ক্রিকেট বোর্ড

Three Afghan cricketers killed in Pakistan airstrikes
Three Afghan cricketers killed in Pakistan airstrikes

 

কাবুল, ১৮ অক্টোবর : শুক্রবার আফগান ক্রিকেট বোর্ড(এসিবি)জানিয়েছে, তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার পর আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এসিবি জানিয়েছে যে খেলোয়াড়রা একটি প্রীতি ম্যাচে অংশ নিতে পাকিস্তান সীমান্তের পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে শরণায় ভ্রমণ করেছিলেন। এতে বলা হয়েছে যে "উরগুনে বাড়ি ফেরার পর, একটি সমাবেশের সময় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল" যাকে "পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা পরিচালিত একটি কাপুরুষোচিত আক্রমণ" হিসাবে বর্ণনা করা হয়েছে। এসিবি তিন খেলোয়াড়ের নাম জানিয়েছে lএরা হলো কবীর, সিবঘাতুল্লাহ এবং হারুনl সেই সঙ্গে এও বলা হয়েছে এই হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এসিবি আক্রমণ সম্পর্কে আর কোনও বিস্তারিত জানায়নি।

You might also like!