মুম্বই, ৩১ মে :আইপিএলের ১৬তম সংস্করণে নতুন অনেক নিয়মের সূচনা হলো। যেমন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, ওয়াইড-নো বলের ক্ষেত্রেও ডিসিশন রিভিউ করার সুযোগ। তা নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনই ডিআরএসের কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে।
ছক্কার রেকর্ড:
বিশ্বের এই জনপ্রিয় টুর্নামেন্টে বরাবরই ব্যাটারদের দাপটই বেশি দেখা যায়। এবার প্রায় সব ম্যাচেই চার-ছয়ের বন্যা দেখা গেছে। আইপিএলের ইতিহাসে এবারের আইপিএলেই প্রথম বার ছক্কার সংখ্যা পেরিয়েছে ১১০০! যেটা খুবই অবাক করে। গত আইপিএলে মোট ১০৬২টি ছয় হয়েছিল। এবার সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ফাফ ডুপ্লেসি ৩৬ এবং শিবম দুবে ৩৫টি।
শত রানের রেকর্ড:
আইপিএলের ইতিহাসে এবার শতরানের নিরিখেও রেকর্ড হয়েছে। শুভমন গিল একাই তিনটি শতরান করেছেন। বিরাট কোহলি করেছেন দুটি শতরান। এ ছাড়াও হ্যারি ব্রুক, ভেঙ্কটেশ আইয়ার, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, হেনরিখ ক্লাসেন, যশস্বী জয়সওয়ালরা শতরান করেছেন। সব মিলিয়ে এ মরসুমে এক ডজন সেঞ্চুরি হয়েছে। আইপিএলে এই প্রথম দু-অঙ্কের ঘরে শতরানের সংখ্যা।
বাউন্ডারিও রেকর্ড:
বাউন্ডারির সংখ্যাও রেকর্ড করেছে এবারের আইপিএল। এবার ২ হাজারের বেশি বাউন্ডারি হয়েছে। মোট বাউন্ডারির সংখ্যা ২১৭২।
ইম্প্যাক্ট প্লেয়ার, ওয়াইড নো বল রিভিউ, কনকাসন সাবস্টিটিউট নিয়ম:
তাছাড়া এবারের আইপিএলে যেমন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, ওয়াইড-নো বলে রিভিউ দেখেছে, তেমনই প্রথম বার কনকাশন সাবস্টিটিউটও দেখা গিয়েছে। এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কনকাশনে মাঠ ছাড়েন মুম্বই ইন্ডিয়ান্সের কিপার ব্যাটার ঈশান কিষাণ। তাঁর পরিবর্তে নেমেছিলেন বিষ্ণু বিনোদ।