Game

1 week ago

Footballer Suleman bamba passed away : ৩৯ বছরে প্রয়াত হলেন আইভরি কোস্টের ফুটবলার সুলেমেন বামবা

Suleiman Bamba (symbolic picture)
Suleiman Bamba (symbolic picture)

 

আইভরি কোস্ট, ২ সেপ্টেম্বর : মাত্র ৩৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন আইভরি কোষ্টের সুলেমেন বামবা। গত বছর জানুয়ারিতে বুট জোড়া তুলে রেখে বামবা কোচিং কেরিয়ারে যোগ দেন। সেই ধারাবাহিকতায় কার্ডিফের সহকারী কোচ হিসেবে কিছুদিন কাজ করার পর ‍তুর্কি ক্লাব আদানাস্পোরের টেকনিক্যাল ডিরেক্টর হন তিনি। মানিসা ফুটবল ক্লাবের বিরুদ্ধে রবিবার তাঁর দলের ম্যাচ শুরু হওয়ার আগে অসুস্থ বোধ করেন তিনি। এরপর তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। উল্লেখ্য, আইভরি কোস্টের হয়ে ৪৬ ম্যাচ খেলেছেন বামবা। ইংল্যান্ডের ক্লাব কার্ডিফ সিটি, লিডস ইউনাইটেড ও লেস্টার সিটির হয়ে খেলেছেন।

You might also like!