ইসলামাবাদ, ২১ নভেম্বর : বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানোর কাজ চলছে। অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। নির্বাচক পদে এসেছেন প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজ। আজ কোচিং প্যানেলেও পরিবর্তন আনা হল। আসন্ন অস্ট্রেলিয়া ট্যুরের আগে কোচিং প্যানেলে নিয়োগ পেলেন বিশ্বকাপজয়ী দুই তারকা ক্রিকেটার
উমর গুল ও সাঈদ আজমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ মঙ্গলবার (২১ নভেম্বর) জানায়, উমর গুল দলের পেস বোলিং কোচ এবং সাঈদ আজমল স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন। এই দুই ক্রিকেটারী পাকিস্তানের হয়ে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। আগামী ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে পাকিস্তান।