Game

1 week ago

Mitchell Marsh: মিচেল মার্শের পায়ের তলায় বিশ্বকাপ!অজি তারকাকে ধিক্কার নেট নাগরিকদের

Australia's Mitchell Marsh was seen sitting like this after winning the World Cup
Australia's Mitchell Marsh was seen sitting like this after winning the World Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বজয় করে ঔদ্ধত্য যেন বাঁধ মানছে না অজিদের। জেতার পর অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান, লক্ষাধিক মানুষকে চুপ করিয়ে দেওয়ার মতো শান্তি আর কিছুতে নেই। আর জয়ের পর সদ্য জেতা সোনালী ট্রফিতে পা দিয়ে বিশ্রাম আর এক অজি তারকা মিচেল মার্শের।  বিশ্বকাপ জিতেও চরম বিতর্কের মুখে অস্ট্রেলিয়া। মার্শের এই আচরণ একেবারেই ভালো ভাবে নেয়নি নেটপাড়া। প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার সংস্কৃতি। কী বলছেন নেটিজেনরা?

ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এ দিন জয়ের পর, বিশ্বকাপের উপর পা তুলে বিশ্রাম নিতে দেখা গিয়েছে অজি তারকা মার্শকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন অজি অধিনায়ক প্য়াট কামিন্স। আর এতেই চটেছে নেটপাড়া। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ছবি। মার্শের এই আচরণকে ‘অসম্মানজনক’  বলে দাগিয়েছে নেটপাড়ার একাংশ। বিশ্বকাপ জিতে আনন্দে আত্মহারা হয়ে এমন ঘটনা ঘটিয়ে ট্রোলের মুখে পড়েছেন মার্শ। তাঁর এই আচরণ যে একেবারেই ভালোভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তা বুঝিয়ে দিয়েছে তারা।

ঔদ্ধত্য আর অস্ট্রেলিয়া যেন সমার্থক। নইলে ট্রফিতে পা দেওয়ার মতো কাজ কী করে করলেন মার্শ! প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেউ-কেউ। মার্শকে বিঁধতে ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেবের উদাহরণ টেনেছেন অনেকে। দেশের জার্সিতে বিশ্বকাপ জিতে, তা মাথায় তুলে নিয়েছিলেন তিনি। এটাই যে ভারতের সংস্কৃতি, তা গোটা পৃথিবীকে আরও এক বার মনে করিয় দিচ্ছে নেটিজেনরা।এর পাশাপাশি উঠে এসেছে ফিফা বিশ্বকাপ জয়ী মেসির প্রসঙ্গ ও। উল্লেখ্য, ২০২২ ফিফা বিশ্বকাপ জিতে, সাধের সোনালী ট্রফিকে নিজের সন্তানের মতো বুকে আগলে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

You might also like!