দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর অক্টোবরে বাংলাদেশে মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হল। ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার রাতে আইসিসির ভার্চুয়াল একটি বোর্ড সভায় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সেই সঙ্গে আইসিসি জানিয়েছে, আরব আমিরাতে বিশ্বকাপ হলেও বাংলাদেশই থাকবে তার আনুষ্ঠানিক আয়োজক। দুবাই ও শারজার দুটি ভেন্যুতেই খেলা হবে। ৩ থেকে ২০ অক্টোবর হবে টুর্নামেন্ট।