Game

3 weeks ago

Thomas Muller:থমাস মুলারের গায়ে ভারতীয় দলের বিশ্বকাপের জার্সি, শুভকামনা জানিয়েছেন এই স্ট্রাইকার

Thomas Muller
Thomas Muller

 

মিউনিখ, ১৪ নভেম্বর : জার্মান জাতীয় দলের ফুটবলার থমাস মুলার। মুলারকে বিশ্বকাপের জার্সি উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উপহার উন্মোচন করেছেন বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলার। ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মুলার ভারতীয় দলকে শুভকামনা জানিয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন মুলার। ভিডিওর ক্যাপশনে মুলার লিখেছেন, 'এটা দেখো বিরাট কোহলি। জার্সিটির জন্য ভার‍তীয় ক্রিকেট দলকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেট বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা।'

বানিজ্যিক প্রতিষ্ঠান অ্যাডিডাসের পৃষ্ঠপোষকতায় ভিডিওটি তৈরি করেছেন মুলার। মুলারের ক্লাব বায়ার্ন মিউনিখের অফিশিয়াল স্পন্সর প্রতিষ্ঠান যেমন অ্যাডিডাস তেমনি ভারতীয় ক্রিকেট দলেরও জার্সি স্পন্সর আডিডাস। তাই ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে সমন্বয় করেই এই ভিডিওটি করা হয়েছে।

You might also like!