দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে সম্মত হওয়ার পরে প্রিমিয়ার লীগ পরের মরসুম থেকে আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি চালু করতে চলেছে ।
এই আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি এর আগে ফিফা বিশ্বকাপ ২০২২ এবং সম্প্রতি কাতারে এএফসিএশিয়ান কাপে ব্যবহার করা হয়েছিল। এই প্রযুক্তির সাহায্যে অফসাইড কলগুলিকে আরও নির্ভুল এবং দ্রুত করা যাবে৷
কিফা প্রেসিডেন্ট ইনফান্টিনো বলেছেন, "এই আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি হল 'ভার' সিস্টেমের একটি বিবর্তন যা সারা বিশ্বে প্রয়োগ করা হয়েছে।"