কলকাতা, ৩০ জুলাই : নেক্সট জেন কাপ খেলতে ইস্টবেঙ্গল ক্লাব এখন লন্ডনে। এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল মোট চারটি ম্যাচ খেলবে। ১ আগস্ট ইস্টবেঙ্গল দিবস। সেই দিনই লন্ডনের মাটিতে নেক্সট জেন কাপে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। নেক্সট জেন কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। পরের দুটি ম্যাচ হবে ২ ও ৩ আগস্ট, যথাক্রমে এভারটন ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেছেন, ‘লন্ডনে নেক্সট জেন কাপে আমাদের চারটি ম্যাচ খেলতে হবে। সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’ নেক্সট জেন কাপ খেলতে ইস্টবেঙ্গল ছাড়া ভারত থেকে অংশ নিচ্ছে পঞ্জাব এফসি ও মুথুট এফএ। প্রতিযোগিতায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা, এভার্টন খেলবে।
পঞ্জাব কোচ শংকরলাল চক্রবর্তী বলেছেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলির বিরুদ্ধে খেলাটা আমাদের কাছে দারুন ব্যাপার। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ আর মুথুটের কোচ অ্যানেস করলিয়াদান বলেছেন, ‘এই প্রতিযোগিতা প্রতিভাবান ফুটবলারদের উন্নতিতে বড় ভূমিকা নেবে।’