Game

3 weeks ago

World Cup :বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে বসছে চাঁদের হাট, হাজির থাকবেন প্রাক্তন চ্যাম্পিয়ন অধিনায়করাও

Narendra Modi Stadium, Ahmedabad
Narendra Modi Stadium, Ahmedabad

 

মুম্বই, ১৭ নভেম্বর : ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মনে করা হচ্ছে বিশ্বকাপের সমাপ্তী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে আলবেনিয়ার বিখ্যাত হলিউড অভিনেত্রী ডুয়া লিপাকে। ভারত-নেদারল্যান্ড ম্যাচ চলাকালীন এমন ইঙ্গিত পাওয়া গেছে।

তবে দুয়া লিপা বিশ্বকাপের এই সমাপ্তী অনুষ্ঠানে পারফর্ম করবেন কি না তা এই মুহূর্তে পরিষ্কার নয়। এখনও পর্যন্ত বিসিসিআই বা আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সম্ভবটা উজ্জ্বল হয়েছে এই কারণে।ভারত-নেদারল্যান্ডস ম্যাচের আগে, দুয়া লিপাকে স্টার স্পোর্টস বিভাগে কেএল রাহুল, শুভমান গিল এবং কেন উইলিয়ামসন সম্পর্কিত প্রশ্নের সাথে কথা বলতে দেখা যায়। তিনি আরও জানিয়েছেন যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর প্রিয় ক্রিকেটার। তবে দুয়া লিপা স্বীকার করেছেন যে তিনি ক্রিকেটে খুব একটা আগ্রহী নন। তিনি মাঝে মাঝে ক্রিকেট দেখতে পছন্দ করেন।

এদিকে ফাইনাল ম্যাচের আগে বড় বড় বলিউডি তারকাদের এই মঞ্চে দেখা যেতে পারে। সেই তালিকায় রয়েছে অরিজিৎ সিং তামান্নাহ ভাটিয়ার নাম। ফাইনাল ম্যাচের আগে বিসিসিআই বড় মাপের ভাবনা ক্রিকেট বিশ্বকাপের প্রতিটা চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে এই অনুষ্ঠানে আনা। সেক্ষেত্রে ক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালন বর্ডার, ইমরান খান, অর্জুনা রণতুঙ্গা, স্টিভ ওয়া, রিকি পন্টিং, এমএস ধোনি, মাইকেল ক্লার্ক ও ইয়ন মর্গ্যানকে একই মঞ্চে দেখা যাবে।


You might also like!